দেশ বিভাগে ফিরে যান

গণেশ বিসর্জনে মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসের ছবি নিয়ে উল্লাস!

September 10, 2022 | < 1 min read

গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস, ছবি- টুইটার থেকে নেওয়া

গনেশ বিসর্জনে নাথুরাম গডসে! হ্যাঁ, এরকমই ছবি ধরা পড়ল বিজেপি শাসিত কর্ণাটকে (Karnataka)।

শিবামোগা জেলায় গণেশ বিসর্জনের একটি শোভাযাত্রায় মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসের (Nathuram Godse) ছবি নিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককেই। একটি হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলেকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দক্ষিণপন্থীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাথুরাম গডসের ছবি নিয়ে সংঘাত উসকে দিতে চাইছে। এমনিতেই আরএসএস-এর গবেষণাগার হিসেবে পরিচিত কর্ণাটক।

স্বাধীনতা দিবসের দিন আমির আহমেদ সার্কলে সাভারকরের নামে পোস্টার পড়েছিল। তার সপ্তাহ খানেক আগে এক দল মানুষ একই জায়গায় আলোকস্তম্ভে সাভারকরের একটি বড় পোস্টার টাঙাতে যাওয়ার সময় অন্য এক দল মানুষের সঙ্গে বিরোধ বাধে। অন্য দলের লোকেরা একই জায়গায় টিপু সুলতানের পোস্টার ঝোলাতে চাইছিলেন। এর পর বিজেপি (BJP)এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন সাভারকরের পোস্টার ঝোলাতে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভও করে। তাদের অন্যতম দাবি ছিল, টিপুর পোস্টার ঝোলাতে গিয়েছিলেন যাঁরা, তাঁদের গ্রেপ্তারির।

এবার গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস, নতুন করে বিতর্ক তৈরি করল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karnataka, #Ganesh Puja, #Nathuram Godse

আরো দেখুন