রাজ্যের মেট্রো ডেয়ারিতে দুর্নীতি দেখতে গিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অধীর
নিজের দলের থেকে ধাক্কা খেয়েছেন, এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর দাবি খারিজ হল সুপ্রিম কোর্টে। কোথাও কোনও গরমিল নেই মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে, সাফ জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি করেছিলেন এই কংগ্রেস সাংসদ। সেই দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট৷
উল্লেখ্য, লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ হারানো সাংসদ মেট্রো ডেয়ারি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা ঠুকেছিলেন ৷ সূত্রের দাবি, শুক্রবার, শীর্ষ আদালতের বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চে এই মামলার শুনানি হলে বিচারপতিরা সাফ জানিয়ে দেন, মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের মধ্যে তাঁরা কোনও অনিয়ম খুঁজে পাচ্ছেন না৷
শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পরে মামলাকারী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী প্রয়োজনে রিভিউ পিটিশন করারও ইঙ্গিত দেন।