পাহাড়ে পর্যটক আসায় নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত
৩১ জুলাই পর্যন্ত পাহাড়ে পর্যটক আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল । বুধবার কালিম্পংয়ে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান জিটিএ’র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনীত থাপা। তিনি বলেন, কোভিড ১৯ সংক্রমণের শঙ্কায় পাহাড়ে ৩১ জুলাই পর্যন্ত পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের পাহাড়ে না আসতে অনুরোধ করছি। শুধু তাই নয়, জিটিএ প্রধান আরও বলেন, দার্জিলিং বা কালিম্পং থেকে অহেতুক কেউ যেন শিলিগুড়ি না যান। সেই সঙ্গে দার্জিলিংয়ের প্রবেশপথে নিরাপত্তাকর্মী আরও বাড়ানো হচ্ছে। রোহিণী চেকপোস্ট ও কালিম্পংয়ের চিত্রেতে সমস্ত গাড়িকে পরীক্ষা করা হবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকেই পাহাড়ে প্রবেশে ছাড় দেওয়া হবে।
সেইসঙ্গে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকেও পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, লকডাউন পরিস্থিতিতে টানা পাহাড় বন্ধে বিপুল আর্থিক লোকসান হয়েছে পর্যটন ব্যবসায়। এই পরিস্থিতিতে আনলক পর্বে পাহাড়ে হোটেল চালু হলেও পর্যটকদের কোনও ভিড়ই ছিল না। যদিও ব্যবসায়ীদের আশা ছিল ধীরে ধীরে ছন্দ ফিরবে পাহাড়। কিন্তু করোনা সংক্রমণের দাপটে ফের ধাক্বা খেল পাহাড়ের পর্যটন। দার্জিলিং হোটেল ওনারর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় খান্না বলেন, সরকারি নির্দেশিকা মানতে হবে। কিন্তু লকডাউন কোনও স্থায়ী সমাধান নয়। এর ফলে পাহাড়ের অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে।