কলকাতা বিভাগে ফিরে যান

বইমেলায় রাজত্ব বাংলা কমিকসের, বাঁটুল, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদাদের বাড়ি নিয়ে যাচ্ছে কচিকাঁচারা

February 4, 2023 | < 1 min read

ফাইল ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাবা-মা শিশুদের নিয়ে মেলায় আসছেন, বাচ্চার হাতে তুলে দিচ্ছেন বই। এ দৃশ্যে অভ্যস্ত কলকাতা, অন্তত বইমেলার ইতিহাস-ঐতিহ্য তাই বলে। এবারেও ধরা দিল সেই ছবি। যতই স্পাইডার ম্যান, ব্যাট ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যানরা থাকুক। তাদের বলে বলে গোল দিল বাঁটুল দ্য গ্রেট, নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদারা। বাচ্চারা হাতে তুলে নিচ্ছে সেসব বই। ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে যাচ্ছে। বাংলার কমিকের প্রতি সন্তানের এমন আগ্রহে হাসি ফুটছে বাবার মুখে। বাঙালির চোদ্দো পার্বন অর্থাৎ বইমেলায় এমনই দৃশ্যের দেখা মিলছে।

মেলা চত্বরে দাপিয়ে ছুটে বেড়াচ্ছে কচিকাঁচারা। হইহই করে খুদে পাঠকরা তুলে নিচ্ছেন বই। দেদার বিকোচ্ছে নারায়ণ দেবনাথ সৃষ্ট চরিত্রগুলোর বই। খুদেদের বাড়তি আগ্রহ যেন বাঁধ মানে না। বাঁটুল দা, কেল্টু দা, বাচ্চু, বিচ্ছু, গোপাল ভাঁড় আর সত্যজিতের ফেলুদা, হেলায় হারিয়ে দিচ্ছে তাবড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চরিত্রদের। চলতি বইমেলায় নয়টি গেট। তিন নম্বর গেট দিয়ে মেলায় ঢোকার সময় ডানদিকে আর বেরোনোর সময় বাম দিকে রয়েছে, বড়সড় হ্যাঙ্গার। ইংরেজি বইয়ের কয়েকটি বিখ্যাত প্রকাশনা সংস্থা রয়েছে সেখানে। মার্ভেলের এনসাইক্লোপিডিয়া রয়েছে, আবার রয়েছে অ্যাভেঞ্জার্স। মবি ডিক, ট্রেজার আইল্যান্ড, ডেভিড কপারফিল্ড এমনকী ভারতীয় কমিকস চম্পক, চাচা চৌধুরি, টুইঙ্কেল ডাইজেস্টও। বিক্রিও হচ্ছে দেদার। তবে মেলার মাঠ আজও বলছে, বাংলা কমিকসের অমোঘ টান আজও অব্যাহত। বইমেলার বাইশ গজে জমিয়ে ব্যাটিং বাংলা কমিকসের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Book Fair, #Bantul The Great, #Nonte Phonte

আরো দেখুন