Forbes-র ‘World’s 100 Most Powerful women’ তালিকায় ভারতের কারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খ্যাতিনামা আন্তর্জাতিক বাণিজ্যিক পত্রিকা Forbes প্রতি বছরই নানা ক্ষেত্রের সফল ও ক্ষতমাশালী মানুষদের নিয়ে সেরা ১০০ জনের তালিকা তৈরি। ২০২২ সালে Forbes ‘The World’s 100 Most Powerful women’ তালিকা প্রকাশ করে। ওই তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন পাঁচজন মহিলা।
Forbes ‘The World’s 100 Most Powerful women’ তালিকায় ভারতের সেরা পাঁচ মহিলা কারা?
১) নির্মলা সীতারামণ:
Forbes-এর ‘The World’s 100 Most Powerful women’ তালিকায় ৬৩ বছর বয়সী রাজনীতিক নির্মলা সীতারামণ ৩৬-তম স্থান পেয়েছেন। ভারতের দ্বিতীয় মহিলা প্রতিরক্ষামন্ত্রী অধুনা দেশের অর্থ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। তিনিই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী।
২) রোশনি নাদার মালহোত্রা:
রোশনি Forbes-এর ‘The World’s 100 Most Powerful women’ তালিকায় ৫৩-তম স্থান পেয়েছেন। ৪১বছর বয়সী রোশনি এইচসিএল টেকনোলজিসের শীর্ষ পদে বসা মহিলা। ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা তাঁর। এইচসিএলের প্রতিষ্ঠাতা শিব নাদারের একমাত্র কন্যা তিনি। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্নাতক রোশনি কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ পাশ করেছেন।
৩) সোমা মন্ডল:
৫৯ বছরের বঙ্গতনয়া সোমা Forbes-এর ‘The World’s 100 Most Powerful women’ তালিকায় ৬৭-তম স্থান পেয়েছেন। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপার্সন তিনি। রৌরকেল্লার ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার সোমা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানিতে কর্ম জীবন শুরু করেছিলেন। ন্যালকোর বাণিজ্যিক ডিরেক্টরের পদে আসীন হন। ২০১৭ সালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় যোগ দেন। ২০২১ সালে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সোমা মন্ডল।
৪) কিরণ মজুমদার শ:
তালিকায় ৭৭-তম স্থান পেয়েছেন ৬৯ বছর বয়সী এই মহিলা ব্যবসায়ী। কিরণ মজুমদার শ বায়োকন লিমিটেডের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা তিনি। ১৯৭৮ সালে সংস্থা তৈরি করেছিলেন কিরণ। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, আয়ের নিরিখে কিরণের বায়োফার্মাসিউটিক্যাল সংস্থাই ভারতের মধ্যে সবচেয়ে বড়। ১৯৮৯ সালে ‘পদ্মশ্রী’ এবং ২০০৫ সালে পান ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন কিরণ।
৫) ফাল্গুনী নায়ার:
Forbes-এর বিচারে ‘The World’s 100 Most Powerful women’ তালিকায় ৮৯-তম স্থান পেয়েছেন ফাল্গুনী। ৫৯ বছর বয়সী ফাল্গুনী দেশের অন্যতম সফল মহিলা ব্যবসায়ী। জনপ্রিয় প্রসাধনী সামগ্রীর সংস্থা নাইকার প্রতিষ্ঠাতা তিনি।