রাজ্য বিভাগে ফিরে যান

নববর্ষের শুরুতে কতটা চড়বে তাপমাত্রার পারদ? জেনে নিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

April 15, 2023 | < 1 min read

ঝোড়ো ব্যাটিং করছে গ্রীষ্ম ছবি সৌজন্যে cnbc.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোদের তেজ আর তাপপ্রবাহে জ্বলছে বাংলা। আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রির আশপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ ১৫ টি জেলায় তাপপ্রবাহ চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদীয়া জেলার বেশীরভাগ অংশে তাপপ্রবাহ চলবে। জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। তবে দক্ষিণবঙ্গের মতো তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #weather office report

আরো দেখুন