প্রায় সব জেলার পর্যবেক্ষক পদে নয়া মুখ আনল বিজেপি

রাজ্য কমিটি থেকে একাধিক পর্যবেক্ষক পদে প্রবীণদের আনার ফলে দলের মূল ভাবধারা খানিকটা হলেও নষ্ট হচ্ছে বলে মত তাদের।

July 23, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোটের আগে সংগঠনের ভিত মজবুত করতে দলের পর্যবেক্ষক পদে ব্যাপক পরিবর্তন করল বিজেপি। দলের ৩৮টি সাংগঠনিক জেলার এই গুরুত্বপূর্ণ পদে কার্যত ‘নয়া রক্ত’ আমদানি করল গেরুয়া শিবির। বিধানসভার সম্ভাব্য টিকিট প্রাপকদের নাম নির্ধারণে এই পর্যবেক্ষকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবারই নয়া পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যার মধ্যে উল্লেখযোগ্য নাম বারাকপুরের এমপি অর্জুন সিং এবং বিধায়ক সব্যসাচী দত্ত। বিজেপির কলকাতা উত্তর জেলার পর্যবেক্ষক করা হয়েছে অর্জুনকে। অন্যদিকে সব্যসাচী হাওড়া টাউন জেলার পর্যবেক্ষক মনোনীত হয়েছেন। এছাড়াও রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন প্রায় ছয়টি জেলা সভাপতিকে নতুন এই পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিগত কমিটির এই পদে থাকা প্রায় সমস্ত পদাধিকারীদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।

সূত্রের দাবি, নয়া রাজ্য কমিটির একাধিক গুরুত্বপূর্ণ সদস্যকে পর্যবেক্ষক করে আনা হয়েছে। জেলা সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে বুথ স্তর থেকে দলের সংগঠন জোরদার করতে বিশেষ ভূমিকা নেবেন এই পর্যবেক্ষকরা। এই অবজারভারদের সাহায্য করতে প্রতিটি জেলায় একজন করে কো- অবজারভার নিয়োগ করেছে দল। সব মিলিয়ে ভোট যুদ্ধ শুরুর আগে দলের প্রত্যেক সাংগঠনিক পদে বাছাই করা প্রার্থীদের নিয়ে আসছে বিজেপি। মূলত রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা পার্টির সেতুর কাজ করবেন এই পর্যবেক্ষকরা। দলের মধ্যে গ্রহণযোগ্য ও প্রার্থীর ভাবমূর্তি বিচার করে এই পর্যবেক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেককে তিনমাস, ছয়মাসের কাজের আগাম পরিকল্পনা করতে বলা হয়েছে। সেই মতো তাঁদের কাজ মূল্যায়ন করা হবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিজস্ব জেলা পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক করা হয়েছে রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষকে। যদিও এই তালিকায় দলের কোষাধ্যক্ষ সায়োর ধনানিয়ার মতো কিছু প্রবীণ নেতাদের নাম থাকা নিয়ে দলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে। এই অংশের বক্তব্য, বিজেপি এখন বাংলা দখলের লক্ষ্যে লড়ছে। সেখানে তরুণ যুব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বৃদ্ধির নির্দেশ দিচ্ছেন মোদি-শাহ। কিন্তু রাজ্য কমিটি থেকে একাধিক পর্যবেক্ষক পদে প্রবীণদের আনার ফলে দলের মূল ভাবধারা খানিকটা হলেও নষ্ট হচ্ছে বলে মত তাদের। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen