বিবিধ বিভাগে ফিরে যান

এপিজে আব্দুল কালাম – মিসাইল ম্যান থেকে জনতার রাষ্ট্রপতি 

July 27, 2020 | 2 min read

এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল প্রকল্পের জনক বলা হয়। তিনি ২০০২ থেকে পাঁচ বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন। তিনি মহাকাশ গবেষণা এবং সেনাবাহিনীর মিসাইল গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি যুক্ত ছিলেন ডিআরডিও এবং ইসরোর সঙ্গে।

দেখে নেওয়া যাক তাঁর জীবনসংগ্রামের কিছু উল্লেখ্য ঘটনা:

  • ১৯৩১ সালের ১৫ই অক্টোবর রামেশ্বরমে এক মুসলিম পরিবারে জন্ম নেন আবুল পাকির জয়নুল-আবেদিন আব্দুল কালাম।
  • ম্যাড্রাস ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক হয়ে ১৯৬০ সালে ডিআরডিওতে যোগ দেন বিজ্ঞানী হিসেবে। শুরুতেই তিনি ভারতীয় সেনার জন্য একটি ছোট হেলিকপ্টার ডিজাইন করেন।
  • ১৯৬৯ সালে কালামকে ইসরোতে পাঠানো হয়। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে উপগ্রহ যান তৈরীর প্রজেক্টের প্রধান হিসেবে যোগ দেন তিনি। ওনার তত্ত্বাবধানে ইসরো সাফল্যের সঙ্গে রোহিণী উপগ্রহ কক্ষপথে পাঠায়।
  • ৭০-এর দশকে তিনি ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টে নিযুক্ত ছিলেন। এরপর অগ্নি ও পৃথ্বীর মোট মিসাইল প্রজেক্টেরও প্রধান ছিলেন তিনি।
  • ১৯৯২ সালের জুলাই থেকে ১৯৯৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ডিআরডিওর সেক্রেটারি ও প্রধানমন্ত্রীর প্রধান বিজ্ঞান উপদেষ্টা ছিলেন।
  • পোখরানের দ্বিতীয় পারমানবিক পরীক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
  • ১৯৯৪ সালে হায়দ্রাবাদে সার্জিকাল ষ্টীল থেকে তৈরী হয় কালাম-রাজু স্টেন্ট। এর মাধ্যমে আধুনিক স্টেন্টের উৎপাদন শুরু হয় ভারতে। 
  • ১৯৯৮ সালে, হায়দ্রাবাদে ডিআরডিএলের ডিরেক্টর থাকার সময়, পোলিও-আক্রান্ত শিশুদের জন্য তিনি হালকা ওজনের ক্যালিপার্স তৈরী করেন।
  • ২০০২ সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পুরো পাঁচ বছর এই পদে ছিলেন। ছকভাঙা রাষ্ট্রপতি হিসেবে তিনি কাছাকাছি চলে এসেছিলেন সাধারণ মানুষের।
  • রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর তিনি শিক্ষা, লেখা, জনকল্যাণের কাজে আবার ব্রতী হন।
  • তিনি ১৯৮১ সালে পদ্মভূষণ, ১৯৯০ সালে পদ্মবিভূষণ এবং ১৯৯৭ সালে ভারতরত্ন পান।
  • তিনি ছিলেন নিরামিষাশী এবং অবিবাহিত। তিনি নিজেকে মেড ইন ইন্ডিয়া বলতেন, কারণ তিনি বিদেশে কোনওদিন পড়াশোনা করেননি।
  • তিনি বীনা বাজাতে শিখেছিলেন, তামিল কবিতা সহ অনেক বই লিখেছেন তিনি।
  • তাঁর জন্মদিনকে বিশ্ব শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হয়।
TwitterFacebookWhatsAppEmailShare

#A. P. J. Abdul Kalam, #Missile Man, #President of India

আরো দেখুন