রাজ্য বিভাগে ফিরে যান

একনজরে দেখে নিন রাজ্যে কবে কবে হচ্ছে সম্পূর্ণ লকডাউন

July 28, 2020 | < 1 min read

বকরি ইদের কারণে চলতি সপ্তাহের শনিবার রাজ্যে জারি হবে না কমপ্লিট লকডাউনের নিয়ম। পরিবর্তে লকডাউন হবে রবিবার অর্থাৎ ২ অগাষ্ট, মঙ্গলবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, অগাষ্টের কোন কোন দিন রাজ্যে লকডাউন জারি থাকবে সেই তালিকাও দিলেন মুখ্যমন্ত্রী।

করোনা (Corona Virus) সংক্রমণ রুখতে কিছুদিন আগেই ফের লকডাউন জারি সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। ঘোষণা করা হয়েছিল যে, প্রতি সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে গোটা বাংলা। জানানো হয়েছিল যে, চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ ২৯ জুলাই জারি থাকবে লকডাউন। কিন্তু আরেক দিন কবে? শনিবার কি? তা নিয়ে ধোঁয়াশায় ছিল আমজনতা। মঙ্গলবার নবান্ন থেকে সেই প্রশ্নেরই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, ৩১ অগাষ্ট পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার করে রাজ্য জারি থাকবে কমপ্লিট লকডাউন। তবে চলতি সপ্তাহে বুধবারের পর শনিবার লকডাউন হবে না। কারণ, ওই দিন, ১ অগাষ্ট বকরি ইদ। তবে শনিবারের বদলে রবিবার হবে লকডাউন। একইভাবে রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসের দিনও কমপ্লিট লকডাউনের আওতার বাইরে।

তবে কোন কোন দিন জারি থাকবে লকডাউন? তালিকা অনুযায়ী, অগাষ্টের ২ ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। অতএব অগাষ্টের প্রতি রবিবারই জারি থাকবে লকডাউন। প্রসঙ্গত, শনিবার ইদ উপলক্ষে লকডাউন জারি থেকে বিরত থাকলেও সমস্ত নিয়ম মেনেই সকলকে আনন্দ করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। প্রতিদিনই প্রায় ২০০০ বেশি রাজ্যের বাসিন্দা আক্রন্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও। সেই কারণেই ফের এই লকডাউনের সিদ্ধান্ত রাজ্যের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #lock down, #August

আরো দেখুন