বিবিধ বিভাগে ফিরে যান

লেখক পুত্রের প্রয়াণে শোকস্তব্ধ বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ

July 11, 2023 | < 1 min read

লেখক পুত্রের প্রয়াণে শোকস্তব্ধ বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুত্রহারা টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ। সোমবার রাতে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন লেখক অভীক চন্দ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। পুত্র শোকে বিহ্বল অভিনেতা এই মৃত্যু স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না।

জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর, তবে তা ধরা পড়েনি। সেই সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়ে প্রয়াত হন অভিনেতার পুত্র। সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভীক, পরবর্তীতে তিনি চাকরি করে বহজাতিক সংস্থায়। লেখক ও মোটিভেশনাল স্পিকার হিসাবেও তাঁর নামডাক ছিল।

চাকরির পাশাপাশি তিনি লেখালেখিও শুরু করেন অভীক চন্দ। তিনি ‘মোটিভেশনাল স্পিকার’ হিসাবে জনপ্রিয়তাও পান। সম্প্রতি একটি স্টার্টআপও তৈরি করেছিলেন তিনি। সম্প্রতি অভীককে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ঘোষণা করা হয়। একাধারে তিনি ছিলেন বিজনেজ অ্যাডভাইজার, উদ্যোগপতি, লেখক, ট্রেনার ও স্পিকার।

সংবাদমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ‘সাধারণত ছেলেরা পিতৃশ্রাদ্ধ করেন। আমার দুর্ভাগ্য, আমি এখন পুত্রকৃত্য করছি! আগামী বছরেই একটা প্রোজেক্টের জন্য বার্মিংহামে যাওয়ার কথা ছিল ওর। কিন্তু তার আগেই ওকে চলে যেতে হল। চলে যাওয়ার আগে আমাকে বলেছিল, ‘সময়টা বড্ড কম হয়ে গেল!’ এখনও কথাটা কানে বাজছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Barun Chanda Son Death, #Barun Chanda, #Abhik Chanda

আরো দেখুন