রাজ্যসভার প্রশ্নোত্তরের সময় মণিপুর ইস্যুটি উত্থাপন করলেন INDIA-র সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিপিআই-এম সদস্য জন ব্রিটাস বুধবার রাজ্যসভায় মণিপুর অশান্তি এবং সেখানে মহিলাদের উপর কথিত হামলার বিষয়টি উত্থাপন করেন এবং উত্তর-পূর্ব রাজ্যে স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনতে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রশ্নোত্তর সময় তার বিশেষ উল্লেখে বিষয়টি উত্থাপন করে, ব্রিটাস বলেছিলেন যে সেখানে ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে এবং এটি হিংসা আক্রান্ত রাজ্যে জাল খবর এবং বিভ্রান্তির জন্ম দিচ্ছে। তিনি দাবি করেছিলেন যে মণিপুরে ইন্টারনেট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক যাতে ভুয়া খবরের বিস্তার রোধ করা যায়।
সংসদের বাদল অধিবেশন শুরু হতেই বিরোধীরা রাজ্যসভায় মণিপুর সহিংসতার বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছে। সংসদের উভয় কক্ষে মণিপুরে লাগাতার হিংসার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দেওয়ার দাবিও করছেন বিরোধী সদস্যরা।
তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন, সাংসদ শান্তা ছেত্রীও মণিপুর ইস্যুটি উত্থাপন করতে চেয়েছিলেন যদিও তার বিষয় আলাদা ছিল, যার প্রতিধনখড় তাঁকে এই প্রসঙ্গে কথা বলতে দেননি।