বিরোধী জোট INDIA-র ৩-য় বৈঠক পিছিয়ে হতে পারে সেপ্টেম্বরে? জানুন কেন

বিরোধী জোট INDIA-র প্রথম বৈঠকটি জুন মাসে পাটনায় এবং দ্বিতীয়টি এই মাসের শুরুতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।

July 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিরোধী জোট INDIA-র ৩-য় বৈঠক পিছিয়ে হতে পারে সেপ্টেম্বরে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বইতে বিরোধী জোট INDIA-র তৃতীয় বৈঠক পিছিয়ে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। জোটের কিছু নেতা জানিয়েছিলেন যে তারা অন্যান্য ব্যস্ততার কারণে ২৫-২৬ আগস্ট উপলব্ধ নাও হতে পারেন, সূত্রের খবর।

এনসিপি প্রধান শরদ পাওয়ার, যার দল সম্প্রতি একটি বিভক্তি দেখেছে, আগস্টের মাঝামাঝি থেকে মহারাষ্ট্র সফর শুরু করবে এবং আগামী মাসে অনুপলব্ধ নেতাদের মধ্যে রয়েছেন, বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, আগস্ট ২৫-২৬ তারিখের বৈঠক এখনও বিবেচনাধীন কিন্তু সবাই উপলব্ধ আছেন তা নিশ্চিত করার জন্য আরেকটি তারিখও দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বিরোধী জোট INDIA-র প্রথম বৈঠকটি জুন মাসে পাটনায় এবং দ্বিতীয়টি এই মাসের শুরুতে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen