INDIA মানবতার শিখা জ্বালাবে, মণিপুর নিয়ে টুইট মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী জোটের প্রতিনিধিরা (INDIA) অশান্ত মণিপুরে দু’দিনের সফর শেষ করার পর সে রাজ্যের পরিস্থিতি নিয়ে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, পূর্বের রাজ্যটির অবস্থা দেখে তিনি ব্যথিত। সেই সঙ্গে বলে দেন, মণিপুরের সরকার নীরব থাকলেও ইন্ডিয়া জোট মণিপুরবাসীর পাশে রয়েছে। INDIA-ই এই ক্ষতের মধ্যে মানবিকতার শিখা জ্বালাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার টুইটারে লেখেন, “মণিপুরের হৃদয়বিদরক নানা ঘটনার কথা শুনে আমি ব্যথিত। হিংসামূলক পরীক্ষানিরীক্ষার আগুনে মানব জীবনের করুণ যন্ত্রণা মেনে নেওয়া যায় না। এমন পরিস্থিতিতেও যারা ক্ষমতায়, তারা নীরব। কিন্তু INDIA-ই এই ক্ষতের মধ্যে মানবিকতার শিখা জ্বালাবে। আমি মণিপুরের সাহসী ভাই-বোনদের কাছে আরজি জানাচ্ছি, যাতে মানবিকতার খাতিরে তারা শান্তি বজায় রাখে। আমরা আপনাদের পাশে আছি। সবরকমভাবে সাহায্য করব।”