শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়নে ব্রোঞ্জের পর প্যারিস অলম্পিক্সের টিকিট বাংলার মেহুলির

আগামী বছর প্যারিসে আয়োজিত হতে চলা অলিম্পিকের টিকিট নিশ্চিত করলেন বঙ্গতনয়া মেহুলি ঘোষ।

August 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন বঙ্গতনয়া মেহুলি ঘোষ।

শ্যুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজেরবাইজানের বাকুতে ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন বাংলার মেয়ে মেহুলি। দেশের মহিলা শ্যুটারদের মধ্যে তিনিই প্রথম প্যারিস অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন।

উল্লেখ্য, সোনা ও রুপো গিয়েছে চিনের ঝুলিতে। হান জিয়ায়ু ও ওয়াং ঝিলিন যথাক্রমে সোনা ও রুপো জিতেছেন। কোয়ালিফায়ারে ৬৩৪.৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিলেন মেহুলি। ফাইনাল রাউন্ডে তাঁর পয়েন্ট হয় ২২৯.৮। হান ২৫১.৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান দখল করেন। দ্বিতীয় স্থানে থাকা ওয়াং ২৫০.২ পয়েন্ট পেয়েছেন। চতুর্থ হয়েছে প্রবাসী বাঙালি তিলোত্তমা সেন। ভারতীয় শ্যুটারদের মধ্যে ক্রমতালিকায় প্রথম দু’য়ে থাকা শ্যুটাররাই অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পান। অলিম্পিক্সে সময় মেহুলি তালিকায় কোন জায়গায় থাকেন, এখন সেটাই দেখার। তালিকায় শীর্ষ স্থানে থাকতেই জোরকদমে প্রস্তুতি শুরু করতে চলেছেন বাংলার মেহুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen