রাজ্য বিভাগে ফিরে যান

পরিবেশবান্ধব নতুন শহর গড়ায় স্মার্ট সিটির পুরস্কার পাচ্ছে বাংলা

August 26, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে www.biswabanglagatekolkata.in

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার চতুর্থ স্মার্ট সিটি পুরস্কার ২০২২ ঘোষণা করেছে কেন্দ্র। পরিবেশ ও প্রকৃতিবান্ধব নতুন শহর গড়ার ক্ষেত্রে সকল রাজ্যকে টেক্কা দিয়ে পুরস্কৃত হতে চলেছে রাজ্য।

নিউটাউনের নিম বনানী পার্ক-সহ অন্যান্য সবুজায়ন প্রকল্প, এমনকী শহরের গতিশীলতা (মবিলিটি) বিভাগেও এগিয়ে নিউ টাউন। এই দু’টি ক্ষেত্রেই রাজ্যকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে বলে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্র।

মোটরহীন যান চলাচলে নজির সৃষ্টি করেছে নিউটাউন। এখানে পাবলিক বাইসাইকেল শেয়ারিং ব্যবস্থা চালু করা থেকে শুরু করে সাইকেলের জন্য পৃথক লেন বিশেষ নজর কেড়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার দেবেন আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যেপ্রদেশের ইন্দোরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#New Town, #Smart City

আরো দেখুন