পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বাংলার দুগ্গা পুজো: আগরপাড়া ব্যানার্জি বাড়ির পুজো মানেই বাঙাল-ঘটির মিশেল

September 14, 2023 | < 1 min read

আগরপাড়ার ব্যানার্জি বাড়ির পুজো মানেই বাঙাল-ঘটির মিশেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বনেদি বাড়ির পুজো মানে পুরনো ঐতিহ্যের ধারাবাহিকতা। একচালার ঠাকুর, সকাল হতেই সারাবাড়িতে ব্যস্ততা, মায়ের জন্য ভোগের প্রস্তুতি, সকাল, সন্ধ্যায় আরতি একটা আলাদা আনন্দ, মনের প্রশান্তি বাঙালির পুজোর ঐতিহ্যকে যেন বরণ করে চলেছে।

এমনই ঐতিহ্যশালী পুজো দেখতে পাওয়া যায় আগরপাড়া ইলিয়াস রোডের ছাতাপাড়া বাঁড়ুজ্যে বাড়িতে। ১১৯৯ বঙ্গাব্দ থেকে ব্যানার্জি পরিবারের কয়েক প্রজন্ম ধরে এই পুজো চলে আসছে। প্রায় ১৭ পুরুষ ধরে চলছে পুজো। এলাকায় এখনও এই পুজোর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। এই পূজার মূল আকর্ষণ হল বাঙাল-ঘটির মেলবন্ধন। পুজোর দিনগুলিতে পুরুষদের পরনে থাকে ধুতি, গেঞ্জি। কোমরে গামছা। বেনারসি পরে বাড়ির মহিলারা মা দুর্গাকে বরণ করেন। এই পরিবারের পূর্বপুরুষ বাংলাদেশের ঢাকার বাসিন্দা ছিলেন।

পুজোর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। এই ধরনের একটি বনেদি বাড়ি আগরপাড়ার ছাতাপাড়ার বাঁড়ুজ্জে বাড়ি। যেখানে দেবী দুর্গাকে মা রুপে নয়, মেয়ে রূপে পূজিত। এই বাড়ির পুজোর বিসর্জনে‌ও পার্থক্য বর্তমান। এখানে কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনে। আর বিসর্জনের আগে খেতে হয় পান্তা ভাত। এক সময় গঙ্গায় নিয়ে যাবার পর দুই নৌকায় প্রতিমা বসিয়ে নৌকা অন্যত্র সরিয়ে নিয়ে প্রতিমা বিসর্জন হতো। এখানে মহিষ বলি, পরবর্তীকালে পাঠা বলির রীতি ছিল। এখন আর বলি দেওয়া হয় না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Agarpara, #Banerjee barir pujo, #West Bengal, #Bengal, #durga Pujo

আরো দেখুন