রাজ্য বিভাগে ফিরে যান

করোনা আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

August 10, 2020 | < 1 min read

করোনার থাবায় ফের আক্রান্ত রাজনৈতিক মহল। এবারে প্রাক্তন রাষ্ট্রপতি আক্রান্ত হলেন করোনায়। প্রণব মুখোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন,‘‌অন্য একটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করব, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তাঁরা যেন নিজেদের পরীক্ষা করান এবং সেল্ফ আইসোলেশনে থাকেন।’‌ স্বাভাবিকভাবে এই খবর প্রচারিত হওয়ার পর থেকেই অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। আদিতে কংগ্রেস রাজনীতির স্তম্ভ, কেন্দ্রীয় মন্ত্রী, দিল্লির রাজনীতির চাণক্য থেকে প্রণব মুখোপাধ্যায় একসময়ে রাষ্ট্রপতির আসনেও বসেন। প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি। একেবারে বাংলার ঘরের মানুষ প্রণব মুখোপাধ্যায়।

আগামী কয়েকঘন্টার মধ্যে ওনাকে আর্মি রেফারাল হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। যেহেতু তিনি প্রাক্তন রাষ্ট্রপতি, তাই আর্মি হাসপাতালে ভর্তি করা হতে পারে ওনাকে।

পাশাপাশি, তথ্য বলছে, আশির ঘরে যাদের বয়স, তাদের করোনায় বেশি সতর্ক থাকা উচিত। কমরবিডিটির আশঙ্কাও কম নয়। তাই প্রাক্তন রাষ্ট্রপতির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সব মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Pranab Mukherjee

আরো দেখুন