← দেশ বিভাগে ফিরে যান
এখনও সঙ্কটে প্রণব
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর সোমবার থেকেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, প্রণববাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বরং কিছুটা অবনতিই হয়েছে। এই খবরে রাজধানী দিল্লি সহ গোটা দেশে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
গত রবিবার রাতে ১০ রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাথায় চোট লাগে। মস্তিষ্কে রক্তক্ষরণও শুরু হয়। চিকিৎসা করাতে গিয়েই তাঁর শরীরে করোনা সংক্রমণের প্রমাণও মেলে। একাধারে মস্তিষ্কে গুরুতর অস্ত্রোপচার, অন্যদিকে করোনা সংক্রমণের জেরে চিন্তা বেড়েছে। দিল্লির সেনা হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের একটি টিম ‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা করছেন।