ODI-এ দল বদল হলেও, দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলে পূর্ণ শক্তির ভারত
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পূর্ণ শক্তির ভারত দলে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই।
November 30, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে পূর্ণ শক্তির ভারত দলে অধিনায়ক থাকছেন রোহিত শর্মাই। সব জল্পনা কাটিয়ে দলে আছেন বিরাট কোহলিও।
দেখে নিন করা আছেন ভারতীয় টেস্ট দলে:
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রসঙ্গত, এই দলে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রাহাণে বাদ পড়েছেন।