পরিচারিকাকে ধর্ষণে অভযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার বসিরহাটে

অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত শাস্তি পাবেই। একইভাবে অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে নির্যাতিতার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

August 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বসিরহাটের (Basirhat) এক বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবারই আদালতে তোলা হবে তাকে।

বসিরহাটের মাটিয়া থানা চাঁদনগর গ্রামের বাসিন্দা রামপ্রসাদ সাঁপুই নামে ব্যক্তি। এলাকায় বিজেপির নেতা হিসেবে পরিচিত তিনি। তাঁর স্ত্রীও সক্রিয় বিজেপি কর্মী। জানা গিয়েছে, রামপ্রসাদের স্ত্রী সম্প্রতি বাপের বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ই পরিচারিকাকে কুপ্রস্তাব দেন ওই বিজেপি নেতা। কিন্তু মহিলা তাতে সায় না দেওয়া এক সপ্তাহ ধরে তাঁকে ধর্ষণ করে রামপ্রসাদ। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। এর মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই পরিচারিকা। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানার লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজই আদালতে তোলা হবে তাকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর, মহিলার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু হচ্ছে। অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত শাস্তি পাবেই। একইভাবে অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে নির্যাতিতার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen