← রাজ্য বিভাগে ফিরে যান
জেনে নিন কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব চলবে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আগামী দু’দিন। তাপমাত্রা বৃদ্ধি পাবে আরও ২-৩ ডিগ্রি। ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা নামতে শুরু করবে।
আজ মুর্শিদাবাদ,মালদা ও বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া,পুরুলিয়া,পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে। এর প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে। দার্জিলিং, কালিম্পং জেলাতে বৃষ্টি হতে পারে।