← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জানাল হাওয়া অফিস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন কনকনে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে দেখা যেতে পারে কুয়াশার দাপট। মঙ্গলবার পর্যন্ত চলবে শীতের স্পেল। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে সোমবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।