খেলা বিভাগে ফিরে যান

জিমন্যাস্টিক্স বিশ্বকাপে পদক জয় বাংলার প্রণতির

February 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত জিমন্যাস্টিক্স বিশ্বকাপে পদক জিতলেন বাংলার প্রণতি নায়েক। মহিলাদের ভল্ট ইভেন্টে বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক ব্রোঞ্জ পদক জিতলেন। তবে প্যারিসের টিকিট নিশ্চিত হল না তাঁর। দেশের তৃতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে বিশ্বকাপে পদক জিতলেন প্রণতি নায়েক।

আরেক জিমন্যাস্ট দীপা কর্মকার, বিশ্বকাপে পঞ্চম স্থানে শেষ করলেন। ভারতীয় জিমন্যাস্টদের মধ্যে এর আগে বিশ্বকাপে পদক জিতেছেন অরুনা বুদ্দা রেড্ডি এবং দীপা কর্মকার, দুজনেই ২০১৮ সালে পদক জিতেছিলেন। বিশ্বকাপের আরও তিনটি পর্ব রয়েছে। সেগুলো আয়োজিত হবে, ২২-২৫ ফেব্রুয়ারি জার্মানিতে, ৭-১০ মার্চ আজারবাইজানে এবং ১৭-২০ এপ্রিল দোহায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Pranati Nayak, #Gymanstics World Cup

আরো দেখুন