রাজ্য বিভাগে ফিরে যান

করোনা যুদ্ধে অভিষেক চান দলের যুবশক্তিকে

August 20, 2020 | 2 min read

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে যুবযোদ্ধাদের। এদিন যুবযোদ্ধাদের নিয়ে প্রথম ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মাস থেকে বাংলার জেলায় জেলায় লক্ষ লক্ষ যুবক যুবতীদের নিয়ে শুরু হয়েছে বাংলার যুবশক্তি কর্মসূচি। এদিন যুবযোদ্ধাদের দায়িত্ব বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে আক্রমণ

ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে আক্রমণ

এদিন বাংলার যুবশক্তি কর্মসূচির প্রথম ভার্চুয়াল বৈঠক থেকে কেন্দ্রকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যুবযোদ্ধা হলেই তাঁদের দলের পতাকা ধরতে হবে না। কটাক্ষ করে তিনি বলেন, এখন অস্ত্রের জন্য লড়াই নয়, বস্ত্রের জন্য লড়াই। এই মানসিকতা নিয়ে এগোতে পারলে বাংলা থেকে প্রথম করোনাকে বিদায় করা যাবে।

আক্রমণ বিজেপিকেও

আক্রমণ বিজেপিকেও

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিও ধর্মের নামে উসকানি দিচ্ছে গেরুয়া শিবির।

প্রতি এলাকায় ১০ টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে সদস্যদের

প্রতি এলাকায় ১০ টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে সদস্যদের

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্মরণ করিয়ে দেন তাঁদের পরিকল্পনার কথা। তিনি বলেন প্রতিটি এলাকায় ১০ টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে এইসব সদস্যদের। করোনা নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য যেমন প্রচার করতে হবে, ঠিক তেমনই এইসব পরিবারের কারও করোনা হলে কোথায় টেস্ট করাতে হবে, তাও বলে দিতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে সেতুবন্ধনের কাজ করে সরকারের স্বাস্থ্য পরিষেবা সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করতে হবে।

চাওয়া, পাওয়া ভাবলে চলবে না

চাওয়া, পাওয়া ভাবলে চলবে না

এই কাজের বিনিময়ে কার্যত যে কিছুই পাওয়া যাবে না, তা জানিয়েছেন অভিষেক। তিনি বলেছেন এই কাজ করতে গিয়ে কী পাব ভাবলে চলবে না। কী দিতে পারবেন, সেটা ভাবতে হবে। এব্যাপারে তিনি বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির কথা উল্লেখ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #Abhishek Bannerjee, #Yuva Shakti

আরো দেখুন