← রাজ্য বিভাগে ফিরে যান
Weather Update: আবহাওয়ার বিরাট বদল, ফের বৃষ্টি? নাকি চড়বে পারদ? জানুন UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকালের দিকে ও রাতে হালকা শীতের শিরশিরানি। তবে এই আরামদায়ক পরিবেশ আর বেশি দিন থাকবে না। এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার থেকে ক্রমশ বাড়তে চলেছে তাপমাত্রা।
মৌসম ভবণ জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা বৃহস্পতিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে বিপরীত ঘূর্ণাবর্ত। এই পরিস্থিতিতে গতকাল দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি হলেও আজ থেকে সেই সম্ভাবনা কমবে।
বাড়তে চলেছে কলকাতার তাপমাত্রা। ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে শহরের সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২১ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা হল ৩১ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে।