আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ থেকে
মে মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তিন মাসের মধ্যে অর্থাৎ মে মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। তবে এবার নির্ধারিত ৯০ দিনের আগেই ফলপ্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনেই নম্বর জমা দেবেন। ফলে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত সম্পন্ন হবে।
আগামী বছর ৩ মার্চ, সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Examination 2025)। চলবে ১৮ মার্চ পর্যন্ত। চলতি বছরের থেকে ১৫ মিনিট পিছিয়ে পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। অর্থাৎ, পুরনো সময়েই ফিরল উচ্চ মাধ্যমিক। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। চার এবং পাঁচ মার্চ যথাক্রমে বৃত্তিমূলক বিষয় এবং দ্বিতীয় ভাষার পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। ছয় মার্চ রয়েছে অর্থনীতির পরীক্ষা। সাত মার্চ ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা। আট মার্চ হবে নতুন চালু হওয়া দু’টি বিষয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের পরীক্ষা। ওই একই দিনে রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিজ্যুয়াল আর্টসের পরীক্ষাও।
১০ মার্চ রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, সংস্কৃত, পারসিক, আরবি এবং ফরাসি ভাষার পরীক্ষা। ১৩ মার্চ রয়েছে গণিত, ইতিহাস, সাইকোলজি, অ্যানথ্রোপলজি এবং অ্যাগ্রোনমির পরীক্ষা। ১৭ মার্চ বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স। ১৮ মার্চ, মঙ্গলবার স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।