ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, দেখুন প্রতি মুহূর্তের LIVE Update
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন’ কর্মীসূচির ঘোষণা তৃণমূলের সাধারণ সম্পাদকের।
বেলা ২.০৭: অখিলেশের সঙ্গে কথা হয়েছে একটা সিটে লড়বে তৃণমূল -মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০৬: তৃণমূল আসামে লড়বে, মেঘালয়ে লড়বে- মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০৫: মেট্রোর কাজের সূচনা আমিই করে দিয়েছিলাম এখন ওরা ফিতে কাটছে না – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০৪: বিচারের জন্য মানুষ বিচারপতির কাছে যায়। মুখোশ তো দেখলেন? – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০৩: সদ্য প্রাক্তন বিচারপতির নাম না নিয়েই প্রসঙ্গ তুলে কেউটে আর গোখরোর সঙ্গে তুলনা করলেন তৃণমূল সুপ্রিমো
বেলা ২.০২: সব এজেন্সি নিয়ে ভোট লুঠের চেষ্টা করছে – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ২.০০: মনিপুর যখন জ্বলছিল কতজন বিজেপি নেতা ওখানে গেছিল! বাংলায় কিছু হলেই সবাই চলে আসে!!
বেলা ২.০০: বছরে পঞ্চাশ দিনের কাজ দেব – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫৯: আধার কার্ড বাতিল চলবে না – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫৮: NRC করতে দেবে না TMC- মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫৭: ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করব – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫৬: ১লা মে র মধ্যে টাকা কেন্দ্র না। দিলে ১১ লক্ষ মানুষের বাড়ি করে দেবে তৃণমূল
বেলা ১.৫৫: ৫৯ লক্ষ লোককে একশো দিনের কাজের টাকা বাংলা দিয়েছে – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫৪: কেন্দ্রীয় সরকারের গ্যাসের দাম নির্বাচন এলে ১০০ কমিয়ে পরে হাজার বাড়ানো নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো
বেলা ১.৫৩: বাংলায় তিন কোটি শ্রম দিবস তৈরি করেছি। আমরা এক নম্বর ছিলাম। – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫১: গতকাল একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। খবরের কাগজে দেখলাম বাংলার উপর অত্যাচার তিনি মেনে নিতে পারেননি। তাঁকে স্যালুট জানাই – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.৫০: প্রথমবার ৪২জন প্রার্থী নিয়ে র্যাম্পে হাঁটবো – মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.২৪: প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
বেলা ১.২২: গত তিন অর্থ বছরে বাংলার আবাসে এক টাকা দিয়েছে কেন্দ্র? প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব – অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেলা ১.১৫: মোদীর ভারতবর্ষে চোরেরা, খুনিরা, বিচারপতিদের উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানাচ্ছে – অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেলা ১.১২: বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলেছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন? – অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেলা ১.১০: ব্রিগেডের মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়
বেলা ১.০৮: জনগণের উদ্দেশে প্রশ্ন ছুঁড়লেন কার গ্যারান্টিতে বিশ্বাসী জনগণ? দিদি না মোদী- অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেলা ১.০৭: চোর চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেলা ১.০৫: একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি – অভিষেক বন্দ্যোপাধ্যায়