Weather Update: ভ্যাপসা গরমে ক্ষণিক স্বস্তি! ঝেঁপে আসছে বৃষ্টি
আজ থেকে আচমকাই বদলে যাবে আবহাওয়া? জেনে নিন আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় আকাশের মুখ ভার। বসন্তের আকাশে মেঘে ছেয়ে আছে। আজ থেকে আচমকাই বদলে যাবে আবহাওয়া? জেনে নিন আলিপুর মৌসম ভবনের পূর্বাভাস।
আজ বুধবার উত্তরবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে চলতি সপ্তাহে জেলাগুলির তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।