একুশের আগে চমক তৃণমূলের, দলে যোগ দেবেন ৪ লক্ষ যুবক-যুবতী

জেলার নেতাদের উপস্থিতিতে আজ দলে যোগদান করতে আহ্বান করা হবে বাংলার তরুণ প্রজন্মকে।

August 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

তরুণদের রাজনীতিতে উৎসাহিত করা লক্ষ্যে প্রতি জেলায় জেলায় আলোচনা সভার কর্মসূচী নিয়েছে তৃণমূল। রাজ্যের ১৪ টি জেলায় যুবক-যুবতীদের দলে যোগদান করতে অনুপ্রাণিত করাই এই সভার মূল উদ্দেশ্য। জেলার নেতাদের উপস্থিতিতে আজ দলে যোগদান করতে আহ্বান করা হবে বাংলার তরুণ প্রজন্মকে।

দলের বক্তব্য, যারা ইউথ ইন পলিটিক্স পোর্টালে রেজিস্ট্রেশান করেছেন, এই সভা তাদের রাজনীতিতে একটি সুদৃঢ় জায়গা দেবে। ইউথ ইন পলিটিক্স কর্মসূচির মাধ্যমে ভারতের যুব সমাজ সক্রিয় নির্বাচনী রাজনীতিতে যোগ দেওয়ার সুযোগ পাবে। গত দুবছরে ১৮-৩৫ বছরের ১০ লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পে রেজিস্ট্রেশান করেছেন। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই রেজিস্ট্রেশান করেছেন ৪ লক্ষ জন।

তৃণমূল কংগ্রেস এই রেজিস্টার্ড তরুণদেরই রাজনীতিতে আনতে আগ্রহী। তাদের মধ্যে প্রায় ৬ লক্ষ যুবক- যুবতী সারা রাজ্যে আজকের এই সভায় উপস্থিত থাকবেন। এই সভার মূল উদ্দেশ্য তরুণ সমাজকে সক্রিয় রাজনীতিতে উৎসাহিত করা।

দেখে নিন কোন জেলায় কোন নেতা উপস্থিত থাকবেন আজকের সভায়ঃ

জেলা নেতা

  • উত্তর ২৪ পরগণা জ্যোতিপ্রিয় মল্লিক, দেবরাজ চক্রবর্তী
  • দক্ষিণ ২৪ পরগণা শুভাশিস চক্রবর্তী
  • পূর্ব মেদিনীপুর শিশির অধিকারী
  • নদীয়া মহুয়া মৈত্র
  • হুগলী দিলীপ যাদব
  • হাওড়া(আরবান) লক্ষ্মী রতন শুক্লা
  • কলকাতা দেবাশীষ কুমার
  • পূর্ব বর্ধমান রাসবিহারী হালদার, উজ্জ্বল প্রামাণিক, শুভাষ মন্ডল, অলোক মাঝি
  • মুর্শিদাবাদ আবু তাহের খান
  • পশ্চিম মেদিনীপুর অজিত মাইতি, প্রসেনজিত চক্রবর্তী
  • মালদা মৌসম নুর, প্রসেনজিত দাস
  • বাঁকুড়া শ্যামল সাঁতরা
  • বীরভূম অনুব্রত মন্ডল
  • কোচবিহার পার্থপ্রতীম রায়
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen