রাজ্য বিভাগে ফিরে যান

Weather Update: সপ্তাহান্তে তোলপাড় বঙ্গ! কী বলছে আবহাওয়া দপ্তর?

May 19, 2024 | < 1 min read

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করায় ধীরে ধীরে বৃষ্টি পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে ।

রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ বৃষ্টিপাত হতে পারে রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও। তার মধ্যে মালদা এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের আকাশ । বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Weather Update, #West Bengal

আরো দেখুন