কেন রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন। এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।’
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সমস্যা রয়েছে। গতবছরও তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন। মনে করা হচ্ছে, চোখের চিকিৎসার কারণে এই বিরতি।
অভিষেক আরও লেখেন, গত বছর এই সময় তিনি নবজোয়ার যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষ কী সমস্যার এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তা বোঝার চেষ্টা করেছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ১০০ দিনের কাজে টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ায়, তা তাঁকে নাড়িয়ে দিয়েছিল।