ক্রেডিট কার্ড থেকে লক্ষ লক্ষ টাকা লোন করে নিচ্ছে প্রতারকরা, জানতেই পারছেন না কার্ডের মালিকরা

কোনও তথ্য শেয়ার না করেও ক্রেডিট কার্ড থেকে প্রতারকরা লোন করে নিচ্ছে। অথচ জানতেই পারছেন না ক্রেডিট কার্ডের মালিকরা।

August 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখন অধিকাংশ ব্যক্তিই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ড ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে। টাকার প্রয়োজন হলে লোন পেতেও সমস্যা হয় না। একাধিক সুযোগ থাকায় এখন ক্রেডিট কার্ড হাতে হাতে ঘুরছে। তৎক্ষণাৎ লোনের জন্য গ্রাহকরা সধারণত ক্রেডিট কার্ড ব্যবহার করেন। সেই সুযোগ কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। কোনও তথ্য শেয়ার না করেও ক্রেডিট কার্ড থেকে প্রতারকরা লোন করে নিচ্ছে। অথচ জানতেই পারছেন না ক্রেডিট কার্ডের মালিকরা।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বিশেষ অ্যাপের মাধ্যমে তারা টাকা হাতাচ্ছে। কেরল এবং মহারাষ্ট্রের বাসিন্দাদের অ্যাকাউন্ট তারা ব্যবহার করছে। সেকারণে তাদের সহজে চিহ্নিত করা যাচ্ছে না। তারা মোবাইলের সিমকার্ডও অন্যের নামে তুলছে। সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ জমা পড়েছে। এক চিকিৎসকের ক্রেডিট কার্ড থেকেও লক্ষাধিক টাকা লোন করা হয়েছে। এক পুলিস আধিকারিক বলেন, ওটিপি শেয়ার ছাড়া সাধারণত প্রতারকরা লোন নিতে পারে না। ওটিপি হাতানোর সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। অনেক সময় স্ক্রিন শেয়ার বা মোবাইলে ফোন করে তারা ওটিপি হাতাচ্ছে। অনেক সময় তারা লিঙ্ক পাঠিয়েও তারা এই কাজ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen