তারকেশ্বর মন্দির খুলছে আজ
৪ঠা সেপ্টেম্বর শুক্রবার থেকে পুনরায় খুলছে তারকেশ্বর মন্দির৷ গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা৷ তবে নিয়ম কানুন মেনে দেওয়া যাবে পুজো৷ এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে,মন্দিরে তিনটি গেট পর্যায়ক্রমে খোলা হবে৷ সামাজিক দূরত্ব মেনে মন্দিরের ভিতরে ঢোকতে হবে ভক্তদের৷ তারপর চোঙের মাধ্যমে জল ঢালতে পারবেন ভক্তরা৷ অর্থাৎ দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করে ফিরতে হবে৷ তবে করোনা পরিস্থিতিতে নিয়ম কানুন মেনে পুজো দেওয়া যাবে৷ কিন্তু গর্ভগৃহে প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা৷
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে,শুক্রবার সকাল ৬টা থেকে দুপর ১২ টা পর্যন্ত খোলা থাকবে মন্দির৷ পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ মন্দির খোলার সময়সীমা বাড়ানো হবে কিনা৷
পয়লা জুন থেকে রাজ্যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও ১ জুন থেকে মন্দির না খোলার সিদ্ধান্ত নিয়েছিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ৷
সরকারি অনুমোদন মেলায় জুন মাসেই দু’দিন কিছুক্ষণের জন্য মন্দির খোলা হলেও করোনা-আতঙ্কে ফের মন্দির বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকেই অন্যান্য রাজ্যের পাশাপাশি এরাজ্যেও সমস্ত মন্দির বন্ধ করে দেওয়া হয়৷ সংক্রমণ এড়াতে সব ধর্মীয় স্থানে তালা ঝোলানো হয়৷ গত মার্চের শেষ দিক থেকেই রাজ্যের সমস্ত মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্য সরকারের অনুমোদন মেলার পর থেকে মন্দির খোলার তৎপরতা শুরু হয়৷
করোনা এড়াতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়ার অনুমোদন মেলে। সেই মতো ভক্তদের জন্য খুলে দেওয়া হয় একাধিক মন্দির। তবে তারকেশ্বর মন্দির খোলা নিয়ে ধন্দে ছিল মন্দির কর্তৃপক্ষ।
কারণ, হুগলি জেলায় করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছিল। সেই কারণেই সংক্রমিতরা মন্দিরে ঢুকে পড়লে তাঁর থেকে বাকিদেরও সংক্রমিত হয়ে পড়ার আশঙ্কা থেকেই মন্দির খোলা নিয়ে ধন্দে ছিল কর্তৃপক্ষ৷
শেষমেশ একের পর এক বৈঠকে ২৬ জুন থেকে মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে দু’দিন পরীক্ষামূলকভাবে কিছুক্ষণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল।
কিন্তু বিপত্তি বাধে দ্বিতীয় দিন রাতে। খবর মেলে., মন্দির সংলগ্ন এলাকাতেই ১০-১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই খবর কানে আসতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল তারকেশ্বর মন্দির কমিটির।
সেই সময় তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, পরবর্তী সময়ে করোনার সংক্রমণের পরিস্থিতি নজরে রেখেই মন্দির খুলে দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেষে ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মন্দির কর্তৃপক্ষ৷