দেশের চাকরি ক্ষেত্রে ১৫ বছরে সবচেয়ে খারাপ অবস্থা, বলছে সমীক্ষা
কয়েক দিন আগেই খোদ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি সংকুচিত হয়েছে ২৩.৯ শতাংশ হারে। তবে শুধু অর্থনীতিই নয়। করোনা আবহে দেশের অর্থনীতির মতো কর্মসংস্থানের ছবিটাও সমান ধূসর। কর্মী নিয়োগ নিয়ে দেশের কর্পোরেট সংস্থাগুলির এতটা নেতিবাচক মনোভাব গত ১৫ বছরে আগে কখনও দেখা যায়নি।
নিয়োগ উপদেষ্টা সংস্থা ম্যানপাওয়ার গ্রুপ মঙ্গলবার তাদের যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে তাতে দেখা যায়, ৮১৩টি কর্পোরেট সংস্থার মধ্যে মাত্র ৩ শতাংশ আগামী তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) কর্মী নিয়োগের কথা ভাবছে! উল্লেখ্য, ওই তিন মাস পুজো-উৎসবের মরশুম। সেই কারণেই, ব্যবসা-বিক্রি বাড়বে ধরে নিয়ে সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। বিশেষজ্ঞদের অনুমান, এই নিয়োগ পরিকল্পনা আবার অনেকটাই বদলে যেতে পারে উদ্ভুত পরিস্থিতির উপর নির্ভর করে।
সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, মাত্র ৭ শতাংশ নিয়োগকর্তা সংস্থা মনে করে, কর্মীদের বেতন খাতে খরচ বাড়াবে, ৩ শতাংশ মনে করে ওই খরচ কমবে এবং সংখ্যাগরিষ্ঠ ৫৪ শতাংশ মনে করে, কর্মীদের বেতন বাড়বে না। ওই রিপোর্টে ম্যানপাওয়ার গোষ্ঠী বলেছে, ‘পনেরো বছর আগে আমরা যখন এই সমীক্ষা শুরু করি সেই থেকে এখনও অবধি কর্মী নিয়োগ নিয়ে কর্পোরেট সংস্থাগুলির মধ্যে এতটা নিরাশাজনক মনোভাব দেখা যায়নি।’