লালবাগে মমতার সভা ঘিরে ব্যস্ততা তুঙ্গে

জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অফিসিয়ালি চিঠি না পেলেও ২০ জানুয়ারি তাঁর সভার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে

January 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুর্শিদাবাদের নবাবী শহর লালবাগে সোমবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে ওই সভার আয়োজন করছে জেলা প্রশাসন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হেলিকপ্টারে এসে সভা করে আবার ওইদিনই মালদহ চলে যাবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আসছেন।

জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অফিসিয়ালি চিঠি না পেলেও ২০ জানুয়ারি তাঁর সভার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে। লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের মাঠে সভা হবে। পাশেই কোনও ফাঁকা জায়গায় তাঁর হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা ও পরিষেবা প্রদানের অনুষ্ঠানের আয়োজন চলেছে। আগামী সপ্তাহেই তিনি এখানে আসবেন। আমরা সকলেই তাঁকে স্বাগত জানাব। জেলাবাসীকে উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের ডালি সাজিয়ে নিয়ে আসেন। আমরা সকলেই তাঁর জন্য অপেক্ষায় আছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen