বক্সিং থেকে জাগলিং, খড়দহে সমাপ্ত হল জমজমাট ‘খেলার মেলা’

সন্ধ্যায় বসেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও । তবে মেলার মাঠে বক্সারদের লড়াই ভীষণভাবে উপভোগ করলেন এলাকাবাসীরা।

February 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খড়দহে সদ্য শেষ হয়েছে তিনদিনের ‘খেলার মেলা’। বক্সিং রিং থেকে জাগলিং, বডি বিল্ডিং প্রতিযোগিতা, কিছুইবাদ ছিল না এই মেলায়। ছিল খাবারের স্টল। সন্ধ্যায় বসেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও । তবে মেলার মাঠে বক্সারদের লড়াই ভীষণভাবে উপভোগ করলেন এলাকাবাসীরা।

মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর আয়োজন করা হয় এই মেলার। এই মেলায় জনতার উৎসাহ দেখে খুশি শোভনদেববাবু। তিনি বলেন, আগামী বছর থেকে খড়দহের সঙ্ঘশ্রী মাঠের এই মেলা সাতদিন করা হবে। যুবকদের মধ্যে খেলাধুলার প্রসার ও প্রচারের জন্য এই মেলার উদ্দেশ্য। ২৭ জানুয়ারি সোমবার সকালে ম্যারাথন দৌড় দিয়ে মেলার সূচনা হয় । এরপর যোগব্যায়াম, জিমনাস্টিক, জাগলিং, বডি বিল্ডিং-র মতো নানা খেলা চলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen