বাংলার রাজ্য পতাকা চাই, বিধানসভায় সওয়াল সাহিত্যিক-বিধায়ক মনোরঞ্জনের
বাংলার নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। আছে রাজ্য দিবসও।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলার নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে। আছে রাজ্য দিবসও। এবার বাংলার জন্য পতাকার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনের দাবি সামনে আসতেই হইচই শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। পশ্চিমবঙ্গের কোনও রাজ্য সঙ্গীত বা দিবস ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সঙ্গীত ও রাজ্য দিবসের প্রবর্তন করে। ‘বাংলার মাটি বাংলার জল’ এখন রাজ্য সঙ্গীত। পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়। বুধবার বিধানসভায় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রাজ্য পতাকা চালুর দাবি তোলেন।
সেই সময় বিধানসভার অধিবেশন পরিচালনা করছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সময় বক্তব্য রাখছিলেন মনোরঞ্জন। বিধানসভায় বলাগড়ের বিধায়ক বলেন, “যেকোনও জাতি বেঁচে থাকে তার ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির জন্য। বাঙালি জাতি এবং সাহিত্যের গুরুত্ব সারা পৃথিবী স্বীকার করতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় সরকারও এর গুরুত্ব বিবেচনা করে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি যাই। আমরা দেখেছি তাদের নিজস্ব রাজ্য সঙ্গীত আছে। এবং নিজেদের একটা পতাকাও আছে, রাজ্য পতাকা। এতদিন আমাদের কোনও রাজ্যে সঙ্গীত ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটি রাজ্য সঙ্গীত দিয়েছেন। রাজ্যবাসী তার জন্য কৃতজ্ঞ থাকবে অবশ্যই। কিন্তু আমাদের রাজ্যের কোনও পতাকা নেই। অন্যত্র যখন যাই, তাদের যখন পতাকা দেখি, আমাদের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, যদি আমাদের একটা পতাকা হয়।”