ট্রাফিক সিগন্যালে আম জনতার সঙ্গেই দাঁড়াতে হবে মন্ত্রী-আমলাদের, নির্দেশ মুখ্যমন্ত্রীর
ভিআইপি-র গাড়ি হিসাবে মিলবে না আলাদা সুবিধা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিআইপি-র গাড়ি হিসাবে মিলবে না আলাদা সুবিধা। সাধারণ পাঁচজনের মতোই ট্রাফিক সিগন্যালে দাঁড়াতে হবে মন্ত্রী-আমলা-সরকারী আধিকারিকদের। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় কোনও ভিআইপির গাড়ির জন্য রাস্তা বন্ধ থাকবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি কখনও পুলিশকে বলি না, আমার গাড়ি গেলে একটাও গাড়ি আটকাবে। আমি পছন্দ করি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকতে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “আর পাঁচজন সাধারণ মানুষ যদি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াতে পারে, আমিও পারব। আমি কোনও হরিদাস নই। আমি পছন্দ করি সাধারণ মানুষের মতো চলতে।” মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেউ কেউ ট্রাফিক সিগন্যালে অতি ব্যস্ততা দেখায়। তাঁর এটা ভাল লাগে না। একজন ভিআইপি যাবে বলে অন্য গাড়ি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা উচিৎ নয়। মনে রাখতে হবে সবারই কাজ থাকে। যদি সবাই সিগন্যাল মানে তাহলে গ্রিন করিডর করার প্রয়োজন পড়ে না।
ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার মনোজ বর্মাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেছেন, “শুধু লক্ষ্য রাখবেন রাস্তার ক্রসিংগুলোয় যেন দুর্ঘটনা না ঘটে।” প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ওয়াচ টাওয়ার তৈরি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই কাজে সমস্ত বিধায়ক-সাংসদদের তহবিলের টাকা দিতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।