নারী দিবসে কলকাতার রাজপথে মিছিল মহিলা তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারী ক্ষমতায়নে গোটা দেশে মডেল হয়ে উঠেছে বাংলা।

March 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নারী ক্ষমতায়নে গোটা দেশে মডেল হয়ে উঠেছে বাংলা। মহিলাদের ঘিরে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে আরম্ভ করে রেকর্ড সংখ্যক মহিলা জনপ্রতিনিধির উপস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই যাবতীয় উন্নয়ন যজ্ঞ চলছে। আগামী ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পথে নামছে মহিলা তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানিয়ে ওইদিন বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরে মিছিল হবে। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে একই কর্মসূচি পালন করবেন দলের মহিলা প্রতিনিধিরা।

নারী দিবসে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফি বছরই কোনও না কোনও কর্মসূচি পালন করে দলের মহিলা সংগঠন। এবারেও ব্যতিক্রম হচ্ছে না। ৮ মার্চ শনিবার দুপুর তিনটে নাগাদ রবীন্দ্রসদনে জমায়েত করবে মহিলা তৃণমূল। বিকেল চারটেয় মিছিল শুরু হবে। রবীন্দ্রসদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় মাইকে স্লোগান বা ভাষণ নয়। পোস্টার, হোর্ডিং নিয়ে পদযাত্রা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ দলের মহিলা বিধায়ক, সাংসদরা। রাজ্যজুড়ে জেলায় জেলায় স্লোগান, পোস্টার লিখে মিছিল হবে। নারী উন্নয়ন, নারী ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নতুন স্লোগান, পোস্টার তৈরি করবে দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen