শিয়ালদহ স্টেশন সামলালেন মহিলা রেলকর্মীরা, অভিনব নারী দিবস উদযাপন

শিয়ালদহ স্টেশনে নারী দিসব উপলক্ষ্যে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার।

March 9, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
অভিনব নারী দিবস উদযাপন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিনব উপায়ে নারী দিবস পালিত হল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে। শিয়ালদহ স্টেশনে সব ধরনের কাজের সম্পূর্ণ দায়িত্ব সামলালেন কেবল মহিলা রেলকর্মীরা। শিয়ালদহ স্টেশনে নারী দিসব উপলক্ষ্যে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শনিবার।

টিকিট কাউন্টার থেকে নিরাপত্তারক্ষী, টিকিট পরীক্ষা করা, সবই করলেন মহিলারা। শনিবার কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী লেডিজ স্পেশাল ‘মাতৃভূমি লোকাল’ ট্রেনটির চালক, গার্ড থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ, সকলেই ছিলেন মহিলা। শিয়ালদহ স্টেশনের রিজার্ভ এবং আনরিজার্ভ টিকিট কাউন্টারগুলিও পরিচালনা করেছেন রেলের মহিলা কর্মীরা। শিয়ালদহের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মহুয়া দাস নিজে একটি মহিলা টিকিট চেকার দলের নেতৃত্ব দিয়েছেন। শনিবার স্টেশনের সহায়তা কেন্দ্রগুলিও রেলের মহিলা কর্মীরা পরিচালনা করেছেন।

শিয়ালদহ ডিভিশনের সিনিয়র পাবলিক রিলেশনস অফিসার একলব্য চক্রবর্তী জানান, ভারতীয় রেলে প্রতিটি দিনই নারী দিবস। কারণ, ভারতীয় রেল তার প্রতিটি মহিলা যাত্রীর ভ্রমণ ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen