ধর্ষিতাকেই দায়ী করায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এলাহাবাদ হাইকোর্ট

মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে৷ গত মাসে এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির মন্তব্যকে ‘সম্পূর্ণ অসংবেদনশীল’ বলে উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট৷

April 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও সুপ্রিম তোপের মুখে এলাহাবাদ হাইকোর্ট৷ সম্প্রতি একটি ধর্ষণের মামলায় অভিযুক্তকে জামিন দিয়ে আদালত উল্লেখ করে ‘অভিযোগকারী নিজেই সমস্যা ডেকে এনেছেন’৷ বিচারপতির এহেন মন্তব্য নিয়ে মঙ্গলবার দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে৷ গত মাসে এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতির মন্তব্যকে ‘সম্পূর্ণ অসংবেদনশীল’ বলে উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট৷

দিন কয়েক আগেই এক ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাই কোর্ট। রায় দেওয়ার সময় বিচারপতি সঞ্জয়কুমার সিংহের বেঞ্চ মন্তব্য করে, ‘‘নির্যাতিতার অভিযোগকে যদি সত্য বলে মেনে নেওয়া হয়, তা-ও এটি বলা যেতে পারে পারে যে তিনি নিজেই নিজের বিপদকে ডেকে এনেছিলেন। এর জন্য দায়ী তিনিই।” সেই মন্তব্য নিয়ে আপত্তি জানাল সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ ওই রায়ের কথা উল্লেখ করে বলে, ‘‘জামিন মঞ্জুর করা যেতেই পারে। কিন্তু নির্যাতিতা নিজেই বিপদ ডেকে এনেছেন, এ ধরনের আলোচনার অর্থ কী? এমন কথা বলার সময় সতর্ক থাকতে হবে।’’

২০২৪ সালের সেপ্টেম্বরে নয়ডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই নির্যাতিতা তাঁর তিন বান্ধবীর সঙ্গে দিল্লির হাউজ কাউজের একটি পানশালায় যায়। সেখানে কয়েকজন পুরুষের সঙ্গে তাঁদের পরিচয় হয়। যাঁদের মধ্যে অভিযুক্তও ছিলেন। তরুণীর দাবি, রাত তিনটে পর্যন্ত তাঁরা পান করছিলেন। এবং এরপর অভিযুক্ত তাঁকে বাড়ি পৌঁছে দেবেন বলে জোর করতে থাকেন। এরপর তিনি ওই যুবকের বাড়িতে ‘বিশ্রাম’ করতে যেতে রাজি হন। কিন্তু যুবক তাঁকে ‘অশালীন স্পর্শ’ করতে থাকেন। এবং শেষপর্যন্ত গুরগাঁওয়ে এক আত্মীয়ের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন বলেই অভিযোগ। অভিযুক্ত তাঁর জামিনের আবেদনে দাবি করেছিলেন, নির্যাতিতা তাঁর সঙ্গে স্বেচ্ছায় যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন। এমনকী, তাঁকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া এবং ধর্ষণের অভিযোগও মিথ্যে বলে দাবি তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen