মন্তব্য বিকৃত করায় আসানসোলের সাংসদকে আইনি নোটিশ দিল অভিষেক

ভিডিও বার্তায় তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করোনা পরিস্থিতি সামলাতে নিরলস পরিশ্রমের কথা।

September 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার ছিল মহালয়া। সেই উপলক্ষ্যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ দেবী পক্ষের সূচনা ও মহালয়া নিয়ে ভিডিও বার্তা দেন রাজ্যবাসীকে। ভিডিও বার্তায় তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করোনা পরিস্থিতি সামলাতে নিরলস পরিশ্রমের কথা। সেখানে তিনি একটি জায়গায় বলেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে…” এই ‘অমানবিক’ শব্দ নিয়ে শুরু হয় বিতর্ক। 

সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ট্যুইট করেন, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে – “অমানবিক মুখ্যমন্ত্রী” আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে – কারণ যারা এটা শুট করেছে তারাও ‘অমানবিক মুখ্যমন্ত্রী’ দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটি ওরা ধরতেই পারেনি 🤣 #TMChhi”

এখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাংসদ বাবুল সুপ্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বিকৃত করেছেন। “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অমানবিক এবং অক্লান্ত পরিশ্রমে…” কে তিনি ব্যাখ্যা করেছেন – “অমানবিক মুখ্যমন্ত্রী” বলে। এই নিয়ে আজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশের বক্তব্য বাবুল সুপ্রিয়র ট্যুইটের বক্তব্য অসত্য, অপমানজনক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মানুষকে ভুল বোঝানোর জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen