জানেন পয়লা জুন থেকে কার্যকর হচ্ছে চালানের নয়া নিয়ম?

মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যানবাহন নিয়ন্ত্রণকে সহজ করা, চালান, পেমেন্ট এবং ট্র্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস করা হবে।

May 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা জুন থেকে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও পরিবহন দপ্তরকে ইউনিফাইড ই-চালান ব্যবস্থা শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ও চালান সংক্রান্ত নানা সমস্যা সমাধানে ‘সংযোগ’ পোর্টাল এনেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যানবাহন নিয়ন্ত্রণকে সহজ করা, চালান, পেমেন্ট এবং ট্র্যাকিং প্রক্রিয়া সম্পূর্ণ পেপারলেস করা হবে।

আগামী দিনে ‘সংযোগ’ পোর্টালের মাধ্যমে জরিমানা থেকে শুরু করে ‘No Objection’ সার্টিফিকেট পাওয়া আরও সহজ হবে। সকলের জন্য এই পোর্টালে রেজিস্টার করা ইতিমধ্যেই বাধ্যতামূলক করেছে সরকার। শুধু তাই নয়, সাধারণ মানুষ এখন এনফোর্সমেন্ট অফিসে না গিয়েই GRIPS পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে জরিমানা জমা করতে পারবে। একবার চালান বুক করা হয়ে গেলে, গাড়ির মালিক যেকোনও সময় অনলাইনে তা জরিমানা দিতে পারবেন। সব মিলিয়ে কাজ আরও গতিশীল হবে। আম জনতার জন্য সহজতর হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen