তৃণমূল জম্মু কাশ্মীরের সরকারের পাশে আছে, জানালেন সাগরিকা ঘোষ
পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের সাথে দেখা করতে আজ রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২৭: পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের সাথে দেখা করতে আজ রাতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
এই মুহূর্তে তারা শ্রীনগরে ন্যাশনাল কংগ্রেসের প্রধান ফারুক আবদুল্লাহর বাসভবনে গেছেন। সেখানে তারা দেখা করবেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে।
প্রতিনিধি দলটি ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি সফর করবে পাকিস্তানের সীমান্তবর্তী গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করতে। দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
এই প্রসঙ্গে সাংসদ সাগরিকা ঘোষ জানান, “আমরা, বাংলার জনপ্রতিনিধিদের মধ্যে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরে এসেছি। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের গোলাবর্ষণের ফলে সমস্ত সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের দুর্ভোগ, এত প্রাণহানি হয়েছে, এত মানুষ জীবিকা হারিয়েছে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া এসব খবর উপেক্ষা করেছে। পুঞ্চ, রাজৌরি এবং নিয়ন্ত্রণ রেখার পাশের সীমান্তবর্তী গ্রামগুলির অবস্থা নিয়ে কেউ কথা বলছে না। তাই আমরা এই সীমান্তবর্তী গ্রামগুলির মানুষকে বলতে এসেছি, তোমরা একা নও, আমরা তোমাদের পাশে আছি।”
গতকাল রাতে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ আজ সকালে সাংবাদিকদের জানান, “আমরা, বাংলার থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল, গতকাল কাশ্মীরে এসে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে দেখা করেছি। তিনি আমাদের সীমান্তবর্তী গ্রামগুলির সমস্যাগুলি জানিয়েছেন – পুঞ্চ, রাজৌরি এবং উরি। পেহেলগাওয়ের চেয়ে সীমান্তবর্তী পাকিস্তানের গোলাগুলিতে বেশি মানুষ মারা গেছে। আমাদের কাছে প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে সরকার চিকিৎসা সহায়তা প্রদান, স্কুল পুনর্নির্মাণ এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিশ্বাস করে… আমরা জম্মু ও কাশ্মীরের নির্বাচিত সরকারের প্রতি সম্পূর্ণ সমর্থন জানাই,”
তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য মানস ভুঁইয়া জানান, “আজ তৃণমূলের প্রতিনিধি দল পুঞ্চ যাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে, আগামীকাল তারা রাজৌরি যাবে। জম্মু কাশ্মীরের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করা দরকার। এই রাজ্যের মানুষের কাছে সঠিকভাবে যাতে সরকারি পরিষেবা পৌঁছে যায় সেদিকে নজর দেওয়া দরকার। আমরা আমাদের সার্বিক সহানুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা নিবেদন করবো তাদের, তাই আমরা এখানে এসেছি।”