Havard নিয়ে ট্রাম্পের ঘোষণা, কেমন প্রভাব ফেলবে ভারতের মেধাবী পড়ুয়াদের ভবিষ্যতে

May 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ২০:০০: বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবার সেখানেও কোপ ট্রাম্প প্রশাসনের। আর এর জেরেই বিপাকে পড়বেন হাজার হাজার পড়ুয়া।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পাশাপাশি, ট্রাম্পের প্রশাসন এ-ও জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া পড়াশোনা করছেন, তাদের দ্রুত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, “হিংসা লালন করা, ইহুদিদের বিরুদ্ধে ভেদাভেদ, অত্যাচার করা এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে হাত মেলানোর জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ করা হচ্ছে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্য়ালয়ে হোমল্যান্ড সিকিউরিটি এ বিষয়ে তদন্ত করবে বলে জানানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৬,৮০০ বিদেশি পড়ুয়া ভর্তি হন। বেশির ভাগ পড়ুয়াই স্নাতক স্তরে ভর্তি হন। এছাড়া, প্রতি বছর ৫০০ থেকে ৮০০ ভারতীয় মেধাবী পড়ুয়া হার্ভার্ড বিশ্ববিদ্য়ালয়ে পড়তে যায়। কি হবে এখন তাদের ভবিষৎ?

বিশ্ববিদ্যালয়ের আর্থিক সাহায্য বন্ধ করার উদ্দেশ্যেই ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় বিবৃতি জারি করে জানিয়েছে, এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের বড় ক্ষতি করবে। সরকারের এই পদক্ষেপ বেআইনি। ১৪০টি দেশ থেকে মেধাবী পড়ুয়ারা এখানে পড়তে আসে, তাদের পরিষেবা দিতে হার্ভার্ড প্রতিশ্রুতিবদ্ধ।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে যদিও উল্লেখ করা রয়েছে যে বিদেশি পড়ুয়াদের ভর্তির সুযোগ পেতে এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন পেতে তাদের ৭২ ঘণ্টার মধ্যে ‘প্রয়োজনীয় তথ্য’ পাঠাতে হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে, বর্তমানে হার্ভার্ডে যে বিদেশি পড়ুয়ারা পড়ছেন, তাদের অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নিতে হবে বা তাদের লিগাল স্টেটাস থাকবে না। বর্তমানে ৭৮৮ জন ভারতীয় পড়ুয়া পড়াশোনা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen