‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের অনুরোধ মমতার
একইসঙ্গে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তে পাশে সবসময় থাকবে তৃণমূল কংগ্রেস।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৮: অপারেশন সিঁদুর নিয়ে দেশবাসীকে অবহিত করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক, এই মর্মে কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তে পাশে সবসময় থাকবে তৃণমূল কংগ্রেস।
আজ (শুক্রবার) এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে পৌঁছতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্বে ঘুরে ঘুরে সকলকে সবটা জানাচ্ছেন তারা যা দেখে আমি আনন্দিত। আমি সর্বদা বলেছি যে দেশের স্বার্থ ও আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যা পদক্ষেপ নেবে, তৃণমূল তার পাশে দাঁড়াবে। আমি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি যে সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। আমি মনে করি, সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবরাখবর সবার আগে দেশবাসীর জানা উচিত।”
এর পাশাপাশি অপারেশন সিঁদুর ও সন্ত্রাসবাদ দমনে ভারতের পদক্ষেপ বিশ্বের দরবারে পৌঁছে দিতে কেন্দ্রে বিভিন্ন দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, সেই সিদ্ধান্তকেও এদিন স্বাগত জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে হামলা চালিয়ে ২৬ জনকে জঙ্গিরা হত্যার পর ভারত তার জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। এই মুহূর্তে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল কাশ্মীর গেছেন, সেখানের মানুষদের পাশে দাঁড়াতে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার কেন্দ্র এই বিষয়ে আদৌ কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই দেখার বিষয়।