একাধিক ভোটার কার্ড সুকান্ত পত্নীর?

May 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক এপিক নাম্বারে একাধিক ভোটার কার্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে হৈচৈ ফেলে দিলো একই ব্যক্তির ভিন্ন এপিক নাম্বারে দুটি ভোটার কার্ড। এই কাণ্ডের কান্ডারি আর কেউ না, স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার।

তিনি এখনও বাপের বাড়ি জলপাইগুড়িতে কোয়েল চৌধুরি নামে বিজেপিকে ভোট দিতে পারেন, আর শ্বশুর বাড়ি বালুরঘাটে কোয়েল মজুমদার নামে।

সুকান্ত বাবু অবশ্য এই বিষয় কে নন ইস্যু বলে চালাতে চাইছেন। ভোটার কার্ডে নাম পরিবর্তন করতে গিয়ে নাকি এই সমস্যা তৈরি হয়েছে বলে পাশ কাটাতে চাইছেন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে, যে সনাতনী সংস্কৃতিতে বিয়ের পর মহিলাদের নাম ঠিকানা পরিবর্তন খুব সাধারণ ঘটনা, সেখানে এই রকম সমস্যার সমাধান না করে নির্বাচন কমিশন একই ব্যক্তিকে ভিন্ন ভিন্ন এপিক নাম্বারে ভোটার কার্ড বিলিয়ে বেড়াচ্ছেন? যেখানে বিজেপি রাজ্য সভাপতির ঘরে এই অবস্থা, সেখানে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে কতজন দলকে ভোটে জেতানোর জন্যে এভাবে দুই নাম্বারি করছেন কে জানে?

এর মধ্যেই এই নিয়ে গোষ্ঠীকোন্দলও শুরু হয়ে গেছে বিজেপির অন্দরে। বিজেপি বাঁচাও মঞ্চের এক সদস‌্য সামশুর রহমান এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠিও দিয়েছেন।

বছর ঘুরেলেই বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই বাংলায় আসছেন মোদী শাহ। এই মুহূর্তে নতুন বিতর্ক অস্বস্তিতে ফেলেছে বঙ্গ বিজেপিকে তা বলার অবকাশ রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen