বিদেশে ঝোড়ো ব্যাটিং! টোকিও, সিওলের পর সিঙ্গাপুর ইন্দোনেশিয়ায়ও পাকিস্তানের পর্দা ফাঁস অভিষেকের

May 29, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:০০: সন্ত্রাস যোগে পাকিস্তানের মুখোশ খুলতে দেশে দেশে ঘুরছে ভারতের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল। তেমনই এক দলের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসের পাগলা কুকুর লালন করছে পাকিস্তান, এমন ভাষাতেই টোকিও-র মাটিতে ইসলামাবাদকে ধুয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরেও পাক সন্ত্রাস ইস্যুতে দলের অবস্থান পরিষ্কার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সিঙ্গাপুরের সভায় অভিষেক বলেন, “দশকের পর দশক ধরে ভারতের মাটিতে জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বর্বরোচিত এসব হামলা নিয়ে পাকিস্তানের হাতে গুচ্ছ গুচ্ছ প্রমাণ-তথ্য তুলে দিয়েছে ভারত। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ।” তিনি আরও বলেন, “পাকিস্তান যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তার জলজ্যান্ত উদাহরণ জঙ্গিদের শেষকৃত্যে পাক সামরিক কর্মকর্তাদের যোগদানের ছবি। যা গোটা বিশ্বের মানুষের কাছে আজ পৌঁছে গিয়েছে। পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?” তাঁর কথায়,সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদ কেবল ভারতের সমস্যা নয়। এটি বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়। এর জন্য ঐক্যবদ্ধ ও সম্মিলিত সংকল্প প্রয়োজন।

একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক জানান, “জাতীয় নিরাপত্তার প্রশ্নে দলীয় মতাদর্শ বা রাজনৈতিক বিরোধিতা কখনও বাধা হয়ে দাঁড়াবে না। আমি হয়তো শাসক দল বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে মতানৈক্যে যেতে পারি। তাঁদের বিরুদ্ধে আমি মতাদর্শগত লড়াই করব। কিন্তু যখন আমার দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও প্রশ্ন উঠবে, তখন আমি দেশের স্বার্থে দৃঢ়ভাবে দাঁড়াব এবং দায়িত্ব পালন করব। আমি কখনও আমার রাজনৈতিক স্বার্থকে জাতীয় স্বার্থের উপরে স্থান দেব না।”

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, অভিষেক এহেন বক্তব্যের মাধ্যমে তাঁর দেশপ্রেম এবং দায়িত্বশীল রাজনীতির পরিচয় দিয়েছেন। মোদী সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সুর চড়ালেও দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রের সঙ্গে এক সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen