জামাইষষ্ঠীতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: জামাইষষ্ঠীতেও ভিজতে পারে বাংলার বেশ কিছু জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, জামাইষষ্ঠীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। এবছর ১০ দিন আগেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি পাওয়ায় বাংলা, বিহার, ওড়িশা, সিকিমে সময়ের আগেই ঢুকছে বর্ষা।
যে গভীর নিম্নচাপের ফলে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা হয়েছিল, বঙ্গোপসাগরের সেই গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারায়। নিম্নচাপ রূপে এই মুহূর্তে মেঘালয়, অসম সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। কলকাতা থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন জেলায় আগামী দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। মঙ্গলবারের পর বৃষ্টির প্রভাব কমবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বিভিন্ন জেলাতে। জুন মাসের প্রথম সপ্তাহে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি থাকবে।