প্রয়াত ‘গুলাম এ মুস্তাফা’ খ্যাত পরিচালক পার্থ ঘোষ
সোমবার সকালে মুম্বইয়ের মাধ এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫৪: প্রয়াত হলেন পরিচালক পার্থ ঘোষ। সোমবার সকালে মুম্বইয়ের মাধ এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন পরিচালক। প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে আর একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিচালকের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। পরিচালকের মৃত্যুর খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
অগ্নিসাক্ষী, তিসরা কৌন, গুলাম এ মুস্তাফা, হান্ড্রেড ডেজ-র মতো ছবির পরিচালনা করেছিলেন তিনি। বলিউডে একের পর এক ছবি পরিচালনা করেছিলেন তিনি। তার মধ্যে মনীষা কৈরালা, জ্যাকি শ্রফ, নানা পটেকর অভিনীত অগ্নিসাক্ষী, রবীনা টন্ডন, নানা পটেকরের গুলাম এ মুস্তাফা উল্লেখযোগ্য। হিন্দি ও বাংলা ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।